লিও কি বার্সায় ফিরছেন? এখন এই প্রশ্নই ঘুরছে ফুটবল সমর্থকদের মনে। এর মধ্যেই মেসির কাছে ফিরে আসার আবদার জানালেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।
কী করেছেন তিনি?
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বার্সার জার্সি পরা মেসির একটি ছবি পোস্ট করেছেন আন্তোনেলা। ক্যাপশনে লিখেছেন 'ঘরে ফিরে এসো লিও!' যে পোস্ট আরও উসকে দিচ্ছে মেসির বার্সায় ফেরার জল্পনা।
প্যারিস সাঁ জাঁ-র হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিও মেসি। এবার দেশের হয়ে চিন সফরে যাবেন লিও। ১৫ জুন বেজিংয়ে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার একটি ম্যাচ রয়েছে। মনে করা হচ্ছে এরপরেই হয়ত বার্সায় ফিরবেন লিও।