৮৮ হাজার ৯৬৬। কাতার বিশ্বকাপে রেকর্ড গড়ল আর্জেন্টিনা বনাম মেক্সিকোর খেলা। শনিবার দোহার লুসেইল স্টেডিয়ামে মেসির খেলা দেখতে হাজির হয়েছিলেন এই সংখ্য়ক দর্শক। যা নিজেদের সোশাল মিডিয়ায় পোস্ট করল ফিফা। ফিফার দাবি, এই বিশ্বকাপে এটাই এখনও পর্যন্ত রেকর্ড ভিড়। গত কয়েকদিন আগে ক্রিকেটে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের খেলা দেখতে হাজির হয়েছিলেন ৯০ হাজার জনতা।
শেষ বিশ্বকাপে খেলছেন লিও মেসি। তারউপর মেক্সিকো ম্য়াচ ছিল ডু অর ডাই। কী করবে আর্জেন্টিনা, তা দেখতেই শনিবার স্টেডিয়াম ভরিয়েছিলেন দর্শকরা। ৩৬ বছর আগে শেষবার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এই ম্য়াচ জিততে না পারলে, তাদের ছিটকে যেতে হত। তাই শব্দকে ব্রহ্ম করেই এদিন মাঠে হাজির হয়েছিলেন আর্জেন্টাইনরা। এমনিতে স্টেডিয়ামে আসন সংখ্যা ৮০ হাজার। কিন্তু সমর্থকদের চাহিদা দেখে আয়োজকরা আরও অস্থায়ী আসন বাড়িয়েছিলেন৷ তাতেও নাকি চাহিদা মেটানো সম্ভব হয়নি।
এর আগে কাতার বিশ্বকাপের কোনও ম্যাচেই দর্শক সংখ্যা ধারে কাছেও যায়নি। তবে কথা রাখলেন লিও। মারাদোনাকে স্পর্শ। রোনাল্ডোকে স্পর্শ। মেক্সিকো ম্যাচের সেরা ফুটবলার লিওনেল মেসি। বিশ্বকাপে মোট ৮টি গোল। ইতিহাস তৈরি হয় আগামীর জন্য। ফিফার খাতায় অবশ্য় এখনও পর্যন্ত রেকর্ড দর্শকের নজির আছে ১৯৯৪ সালে ব্রাজিল বনাম ইতালির ফাইনাল। আমেরিকার মাটিতে সেদিন বিশ্বকাপের ফাইনাল দেখেছিলেন ৯১ হাজার দর্শক।