ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের পরের সকাল থেকেই একটা ছবি নিয়ে চলেছিল তুমুল চর্চা-সমালোচনা। ট্রফির ওপর পা তুলে বসে অস্ট্রেলিও তারকা মিচেল মার্শ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন স্বয়ং বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক প্যাট কামিন্স। সে ছিবি নিয়ে ঝড় উঠেছিল ভারতীয়দের মধ্যে। বিতর্ক নিয়ে মুখ খুললেন মার্শ।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্শ বলেছেন, "তিনি ট্রফিকে অসম্মান করে কিছুই করেননি। এই ঘটোনা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছুই হয়নি। মার্শ আরও জানিয়েছেন, ভবিষ্যতেও এমনটা করতে পারেন তিনি।
Tota Roychowdhury: হিন্দিতে পরপর কাছের মাঝে কেন বাংলায় ছুটে আসেন টোটা? কার জন্য?
মহম্মদ শামিও ছবি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন, জানিয়েছিলেন, সেই ছবি তাঁকে আহত করেছে। নেটিজেনদের মধ্যে ভারতীয় সমর্থকদের বড় অংশের কাছে বিশ্বকাপ ট্রফির ওপর পা রাখার অর্থ ছিল, তাকে অসম্মান করা।
পরে যদিও একাধিক আলোচনায় উঠে আসে দু দেশের সংস্কৃতিগত পার্থক্যের কথা। পায়ের তলায় কোনও বস্তু রাখা মানেই তাকে অসম্মান করা, অস্ট্রেলিওরা এমন বিশ্বাস করেন না, এমন আলোচনাও উঠে এসেছিল।