ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফিকে অ্যাসেজের সঙ্গে তুলনা করলেন অস্ট্রেলিয়ার তারকা পেস বোলার মিচেল স্টার্ক। আগামী নভেম্বর মাসে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার-গাওস্কর ট্রফি। এর নেপথ্যে একটি কারণও রয়েছে। এই বছরের বর্ডার-গাওস্কর ট্রফিতে মোট পাঁচটি টেস্ট খেলা হবে। উল্লেখ্য, অ্যাসেজ সিরিজেও খেলা হয় পাঁচটি টেস্ট। সেই জায়গা থেকেই দুটি সিরিজকে একই আসনে বসিয়েছেন মিচেল স্টার্ক।
ভারতের সঙ্গে টেস্ট সিরিজে বহু বছরই চূড়ান্ত সাফল্য অধরা অজিদের। ২০১৪-১৫ মরশুম থেকেই বর্ডার-গাওস্কর ট্রফি জিততে পারেনি অস্ট্রেলিয়া। ২০১৮-১৯ এবং ২০২০-২১ ঐতিহাসিক সিরিজ জয় সহ টিম ইন্ডিয়া জিতেছে টানা চারবার।
সেই ট্র্যাডিশন এবার বদলাবে বলেই বিশ্বাস স্টার্কের। তিনি বলেন, 'ভারত অত্যন্ত শক্তিশালী দল আমরা জানি। তবে, আমরা নিজেদের ঘরের মাঠের সব ম্যাচই জিততে চাই। প্রতিটি ম্যাচ জেতার আশাতেই এবারেও মাঠে নামব।
এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ভারত রয়েছে শীর্ষে। দ্বিতীয় স্থানেই রয়েছে অস্ট্রেলিয়া।