Mohammad Shami : মহম্মদ শামির ফাস্ট বোলিং-এর রহস্য এক কেজি মটন ! ভারতীয় পেসারের ডায়েটের প্ল্যান ফাঁস

Updated : Jul 27, 2024 10:38
|
Editorji News Desk

পঞ্চাশ ওভারের বিশ্বকাপে শেষবার মাঠে দেখা গিয়েছিল তাঁকে । প্রথম ভারতীয় বোলার হিসাবে ৫০ ওভারের বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েছিলেন তিনি । ৫০ ওভারের বিশ্বকাপে তাঁর অনবদ্য পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছিল । কিন্তু, তারপর আইপিএল, টি২০ বিশ্বকাপ...টি২০ সিরিজ...একের পর এক টুর্নামেন্ট হয়ে গেলেও, ২২ গজ থেকে দূরেই রয়েছেন মহম্মদ শামি । কারণ ? চোট-আঘাত, অস্ত্রোপচার । তবে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মহম্মদ শামি । খুব শীঘ্রই মাঠে ফিরবেন । তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন । সম্প্রতি জিম সেশনের ছবি শেয়ার করে প্রত্যাবর্তনের বার্তাও দেন । নেটে বোলিং প্র্যাকটিসেও দেখা গিয়েছে তাঁকে । তবে, সম্প্রতি, মহম্মদ শামি-কে নিয়ে গোপন তথ্য ফাঁস করেছেন শামির এক বন্ধু । যা শুনলে আপনারও চোখ কপালে উঠবে ।

মহম্মদ শামি । চেহারার বলিষ্ঠ গঠন, বোলিংয়ের দক্ষতা...এসব দেখে কী মনে হবে, ভারতীয় পেসার কড়া ডায়েট করেন নিশ্চয় । সম্প্রতি সেই ডায়েটের গোপন তথ্য ফাঁস করেছেন শামির এক বন্ধু । তবে জানেন কি, শামি মটন খেতে এতটাই ভালবাসেন যে, প্রতিদিন তা না পেলে মেজাজ হারিয়ে ফেলেন । এমনকী, শামি প্রতিদিন এক কেজি করে মটন খায় । 

শুভঙ্কর মিশ্রর ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে উমেশ বলেন, "শামি সব সহ্য করতে পারে। কিন্তু মটন ছাড়া থাকতে পারেন না । একদিন যদি মেন্যুতে মটন না থাকে, তাহলে দ্বিতীয়দিনে বিরক্ত হয়ে ওঠেন । একদিন যদি এক কেজি মটন না খায়, তাহলে ওর বোলিংয়ের গতি ১৫ কিমি কমে যায়।"

মাঠে আবার কবে ফিরবেন শামি ? সম্প্রতি, ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকার জানিয়েছিলেন, ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু । তার আগে সুস্থ শামিকে পাওয়াই একমাত্র লক্ষ্য তাঁদের । তিনি আরও বলেন, 'সামনে অনেক টেস্ট ম্যাচ রয়েছে । আমাদের গভীরতা দরকার। বুমরাহ, শামি এবং সিরাজ রয়েছে ঠিকই তবে প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নিতে হবে, ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে ।'

Mohammad Shami

Recommended For You

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?