বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন । সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড কাপের সবথেকে উইকেট নিয়েছেন মহম্মদ শামিই । এবার ভারতীয় পেসারের মুকুটে জুড়তে পারে সাফল্যের নয়া পালক । পেতে পারেন বড় খেতাব । জানা গিয়েছে, আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন শামি । অর্থাৎ নভেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন শামি । ভারতীয় পেসারের সঙ্গে মনোনীত হয়েছেন দুই অজি তারকা ট্র্যাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল ।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) এক বিবৃতিতে জানিয়েছে,'দু'জন ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ চ্যাম্পিয়ন এবং একজন ভারতীয় ফাস্ট-বোলার তথা অভিজ্ঞ খেলোয়াড় চলতি বছর নভেম্বরের জন্য আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য তালিকাভুক্ত হয়েছেন ।' বিশ্বকাপে সাত ম্যাচে সব থেকে বেশি ২৪টি উইকেট সংগ্রহ করেন শামি । নভেম্বর মাসে ১২.০৬ গড়ে ১৫টি উইকেট পকেটে পোরেন তারকা পেসার । ওভার প্রতি রান খরচ করেন ৫.৬৮।
অন্যদিকে, বিশ্বকাপ ফাইনাল ও সেমিফাইনালে ভাল খেলেছেন তারকা ট্র্যাভিস হেড । নভেম্বর মাসে ৫টি ওয়ান ডে ম্যাচে ২২০ রান সংগ্রহ করেন । গ্লেন ম্যাক্সওয়েল ৩টি ওয়ান ডে ম্যাচে ব্যাট করে ১৫২.২৩ স্ট্রাইক-রেটে ২০৪ রান সংগ্রহ করেন। সঙ্গে তুলেছেন ২টি উইকেটও ।