দু'বছর আগে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে গুজরাত টাইটান্সে গিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া । তাঁর কাঁধে ছিল গুজরাতের নেতৃত্বের দায়িত্ব । তাঁর নেতৃত্বে প্রথম মরসুমে যেতে গুজরাত, দ্বিতীয় মরসুমে রানার্স । কিন্তু, চলতি আইপিএল-এর মরসুমে গুজরাত ছেড়েছেন হার্দিক । ফিরেছেন মুম্বইয়ে । রোহিতকে সরিয়ে এবার তিনি মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন । অনেকেই মনে করছেন হার্দিকের মুম্বইয়ে ফিরে যাওয়ায় বড় চাপে পড়ে গিয়েছে গুজরাত । কিন্তু মহম্মদ শামি মনে করেন, হার্দিক চলে যাওয়ায় কারও কিছু যায় আসে না ।
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে হার্দিকের প্রসঙ্গ উঠলে শামি বলেন, 'কে চলে গেল, তাতে কারও কিছু যায় আসে না। হার্দিক গুজরাট ছাড়তে চেয়েছিল, চলে গিয়েছে। ক্যাপ্টেন হিসেবে ও টিমকে দু’বার ফাইনালে তুলেছে। একবার টিমকে চ্যাম্পিয়নও করেছে। তার মানে এই নয় যে, ও গুজরাটের সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে।