'এটা বিশ্বকাপ চলছে, পাড়ার টুর্নামেন্ট নয় ।' প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজার সমালোচনার কড়া জবাব দিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি । সম্প্রতি, ভারতীয় বোলারদের বিরুদ্ধে চিটিং করার অভিযোগ তুলেছিলেন হাসান রাজা । তাঁর দাবি, ভারতীয় দল ডিআরএস-কে প্রভাবিত করছে । প্রাক্তন পাক ক্রিকেটারের এই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠে । এদিন, সেই প্রসঙ্গেই মুখ খুললেন মহম্মদ শামি ।
শামি হাসান রাজাকে উদ্দেশ্য করে বলেন, "আপনারা খেলার দিকে মন দিন। অন্যদের সাফল্যও উপভোগ করতে শিখুন। ফালতু বিষয় নিয়ে মাথা ঘামাবেন না। এটা বিশ্বকাপ চলছে, আপনার পাড়ার টুর্নামেন্ট নয়। আপনি নিজেও তো ক্রিকেটার ছিলেন।"
ঠিক কী বলেছিলেন হাসান রাজা ?
সম্প্রতি, একটি অনুষ্ঠানে হাসান রাজা বলেছিলেন,'বিশ্বকাপে অদ্ভুত একটা ব্যাপার দেখতে পাচ্ছি। ভারতীয় বোলাররা নামলেই পিচ অন্য রকম আচরণ করছে! মনে হচ্ছে, ওরা কিছু একটা চিটিং করছে।' তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন ওয়াসিম আক্রম-সহ ক্রিকেট বিশেষজ্ঞরা ।