ঘরের মাঠে মুম্বই সিটিকে হারিয়ে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়েন্টস৷ সমর্থকদের বাঁধনহারা উচ্ছ্বাসে কলকাতার রং এখন সবুজ মেরুন। কিন্তু লিগ টেবিলে পিছিয়ে থেকেও কীভাবে জিতে সেরার শিরোপা ছিনিয়ে নিল মোহনবাগান? অসাধারণ সাফল্যের নেপথ্যে তিনটি প্রধান কারণ:
হাবাসের মগজাস্ত্র: হাবাসের তুলনা নেই আইএসএলে। ফাইনালে লিস্টনকে দলে ফিরিয়ে আনা তাঁর মাস্টারস্ট্রোক। লিস্টনের প্রথম গোল বহুদিন মনে রাখবেন ফুটবলপ্রেমীরা।
Mohun Bagan Super Giant: আবেগে ভাসল যুবভারতী, 'জয়-বিরু' কামিন্স-সাদিকুকে ভালোবাসায় ভরাল মোহন জনতা
ফক্স ইন দ্য বক্স কামিংস : জাত চেনালেন অজি বিশ্বকাপার জেসন কামিংস। ৮০ মিনিটে দিমিত্রির পাস থেকল গোল করতে ভুল করেননি তিনি। ওখানেই শেষ হয়ে যায় মুম্বাইয়ের আশা।
মুম্বাইয়ের গোল মিস : মুম্বাইয়ের রাইট উইংয়ে দারুণ খেললেন ছাংতে। ম্যাচের শেষ লগ্নে গোলও করলেন৷ কিন্তু তাঁর সহজ গোলের সুযোগ নষ্ট বড় হয়ে দাঁড়াল। ফাঁকা গোলে বল রাখতে পারলে চাপে পড়ত বাগান।