জেসন কামিন্সের জোড়া গোলে সোমবার সল্টলেকে মেজিয়ার বাধা (AFC Cup Mohunbagan VS Maziya) টপকে গেল মোহনবাগান । এএফসি কাপের ম্যাচে সবুজ-মেরুন জিতল ২-১ গোলে । ম্যাচের ২৮ ও ৯২ মিনিটে গোল কামিন্সের । মোহনবাগান-মেজিয়া ম্যাচ প্রথম ৪৫ মিনিটে শেষে হয়েছিল ১-১ গোলে ।
প্রথম ম্যাচে ওড়িশাকে ৪ গোলে হারিয়েছিল মোহনবাগান (Mohunbagan Super Giants) । মেজিয়া ম্যাচেও সেই দাপটই অব্যাহত ছিল । যার ফসল হিসেবে ২৮ মিনিটে বিশ্বকাপার কামিন্সের গোলে এগিয়ে গিয়েছিল জুয়ান ফেরেন্দোর দল । প্রথমার্ধেই পেনাল্টি পায় মোহনবাগান । কিন্তু তা থেকে গোল হয়নি । উল্টে প্রথমার্ধের অতিরিক্ত সময় গোল খেয়ে নেয় মোহনবাগান ।
আরও পড়ুন, Asian Games 2023 : এশিয়ান গেমসের নবম দিনের শেষে ভারতের ঝুলিতে ৬০টি পদক, কত নম্বরে রয়েছে ইন্ডিয়া ?
এই ম্যাচ খেলতে নামার আগে মেজিয়া সম্পর্কে খেলোয়ারদের সতর্ক করেছিলেন ফেরান্দো । কারণ গত এক বছরে মলদ্বীপের এই ক্লাব অনেক পরিণত ও শক্তিশালী । ফেরেন্দোর এই আশঙ্কাই কার্যত সত্যি হতে চলেছিল । কিন্তু, ৯২ মিনিটে কামিন্সের দ্বিতীয় গোলে এএফসি কাপের গ্রুপ পর্যায়ে আপাতত জয়ের সরণিতেই ভেসে থাকল পাল তোলা নৌকা ।