বছরের প্রথম মাসের শেষলগ্নে দামামা বেজে উঠল আইপিএলের (IPL 2022)। আর, দামামা বাজলে সম্রাট কি সেখানে না এসে থাকতে পারেন!
২০২২ এর আইপিএলের মেগা নিলাম (IPL Mega auctions) হবে আগামী ১২ ফেব্রুয়ারি ও ১৩ ফেব্রুয়ারি। তার প্রায় সপ্তাহখানেক আগেই চেন্নাই পৌঁছে গেলেন চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni arrived in Chennai)।
আরও পড়ুন: কবে থেকে শুরু আইপিএল, জানালেন বোর্ড সচিব জয় শাহ
সিএসকে’র পক্ষ থেকে একটি টুইট (CSK Twitter) করে ধোনির (MS Dhoni) চেন্নাইতে পা রাখার ছবি শেয়ার করা হয়। সেখানেই জানানো হয়েছে, নিলামের জন্য প্রস্তুতি সারতেই চেন্নাইতে এসেছেন মাহি (MS Dhoni arrived in Chennai)। মেগা নিলামের দিন বেঙ্গালুরুতে থাকার সম্ভাবনাও আছে তাঁর।
চার বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) গত বছর তাদের ৪ জন ক্রিকেটারকে রেখে দিয়েছিল। এই চারজন হলেন যথাক্রমে- রবীন্দ্র জাদেজা (১৬ কোটি টাকা), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি) এবং রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)।