জন্মদিন, কারোর কারোর জীবনে জন্মদিন মানে, জীবন খাতায় আরও একটা পাতা খরচা হয়ে যাওয়া। কারোর কাছে জন্মদিন মানে আরও একটু পরিণত হওয়ার দিন, যেমন ক্যাপ্টেন কুলের কাছে। আজ মহেন্দ্র সিং ধোনির জন্মদিন।
তেতাল্লিশে পড়লেন মাহি। রাত বারোটায় কেক কেটে উদযাপন করলেন কাছের মানুষদের নিয়ে। সাক্ষীকে পাশে নিয়ে কেক কাটলেন বার্থডে বয়। স্বামীকে কেক খাইয়ে মজা করে ধোনির পা ছুঁয়ে প্রণাম করলেন সাক্ষী। হইহই হল, কিন্তু মানুষটা যেহেতু ধোনি, তাই উদযাপন স্বাভাবিক ভাবেই ছিমছাম।
বিশ্বজয়েও উচ্ছ্বাস কম, আবার হারেও শোকাতুর নন, ধোনির এই নির্মোহ ভাব বরাবর অবাক করেছে গোটা দুনিয়াকেই। ধোনির বয়স বাড়ে, চুলে পাক ধরে, কিন্তু ধোনি কখনও পুরনো হন না। এটাই ম্যাজিক।