রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেছেন মহেন্দ্র সিং ধোনি । শেষ ওভারে তিনটি ছয় । সেই পুরনো ফর্মে মাহি । ৪ বলে ২০ রান করলেন । ৪২ বছরেও যে ধোনি ২২ গজে ঝড় তুলতে পারেন ঠিক আগের মতোই, তা আরও একবার প্রমাণ করে দিলেন । রবিবার মাহির পারফরম্যান্সে যখন বুঁদ ক্রিকেটপ্রেমীরা, তখন আরও এক ধোনি মোমেন্টের সাক্ষী থাকল ওয়াংখেড়ে স্টেডিয়াম । সেই বিশেষ মুহূর্তের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
ভিডিওতে দেখা যাচ্ছে , ৪ বলে ২০ রানের বিস্ফোরক ইনিংসের পর ড্রেসিং রুমে ফিরছেন ধোনি । চারিদিকে ধোনি ধোনি চিৎকার । কিন্তু, সিঁড়ি দিয়ে ওঠার সময়ই থমকে যান মাহি । হাত বাড়িয়ে দেন গ্যালারির দিকে । দেখা যায়, ধোনির হাতে ম্যাচের বল । আর সেটাই গ্যালারিতে মাহি দর্শনে অপেক্ষারত তাঁর খুদে ফ্যানকে উপহার দিলেন । ইতিমধ্যেই সেই ভিডিও নেটিজেনদের মন কেড়ে নিয়েছে ।
রবিবার ম্যাচের আগে একটি দৃশ্য মন ছুঁয়ে গিয়েছিল ক্রিকেটপ্রেমীদের। খেলার শুরুর আগে মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জড়িয়ে ধরতে দেখা যায় মাহিকে। আর সেই হার্দিকের বলেই তিন ছয় মারলেন ধোনি । শেষ ওভারে ড্যারিল মিচেলকে ফেরান হার্দিক । এরপরই ক্রিজে আসেন মাহি। পরপর তিন বলে তিনটি ছয় আসে ধোনির ব্যাটে। তাঁর ব্যাটেই ২০০ রানের গণ্ডিও পেরিয়ে গেল চেন্নাই। ৫০০ স্ট্রাইক রেট নিয়ে মাঠ ছাড়েন মাহি।