আইপিএলের সপ্তদশ মরসুম শুরু হতে বাকি আর মাত্র আট দিন। ইতিমধ্যেই তাঁর দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে-র অধিনায়ক 'মাহি' এই নিয়ে পনেরোতম আইপিএলে নেতৃত্ব দেবেন দলকে। শুধু তাই নয়! আইপিএল শুরু হওয়ার ঠিক আগে পরিসংখ্যানের নিরিখেও মহেন্দ্র সিং ধোনির সামনে রয়েছে অন্তত একাধিক রেকর্ড স্পর্শের হাতছানি!
আড়াইশো ছয়
এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৩৯টি ওভার বাউন্ডারি মেরেছেন মহেন্দ্র সিং ধোনি। আর মাত্র ১১টি ছক্কা মারলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২৫০ ছক্কা মারার অনন্য রেকর্ড স্পর্শ করবেন তিনি।
পাঁচ হাজার রান
এখনও পর্যন্ত আইপিএলে ধোনির মোট রান ৪,৯৫৭। আর মাত্র ৪৩ রান করলেই এই টুর্নামেন্টে পাঁচ হাজার রান করে ফেলবেন তিনি। এর আগে, এই রেকর্ড ছিল সুরেশ রায়নার। ধোনি এই তালিকার দ্বিতীয় ক্রিকেটার হতে পারেন।
স্টাম্পিং-এ হাফসেঞ্চুরি
শুধু তো উইকেটের সামনেই নয়! উইকেটের পিছনেও একইরকম ক্ষিপ্র মহেন্দ্র সিং ধোনি! আর মাত্র ৮ বার স্টাম্প করলেই স্পর্শ করবেন ৫০ স্টাম্পিং-এর মাইলস্টোন!
দেড়শো ক্য়াচ
এখনও পর্যন্ত আইপিএলে ধোনি মোট ক্যাচ নিয়েছেন ১৩৮টি। আর, দরকার মাত্র বারোটি ক্যাচ। তাহলেই ক্যাচে দেড়শো মাহি!