চেন্নাই সুপার কিংস দলে রাচিন রবীন্দ্র'র অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আইপিএলের চলতি মরসুমের জন্য ১ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে নিউজিল্যান্ডের অলরাউন্ডারকে কিনেছে সিএসকে। চেন্নাই সুপার কিংসের ওপেনিং জুটির অন্যতম স্তম্ভ এই তারকা। বাঁ-হাতি এই ব্যাটার প্রথম দুটি ম্যাচেই অসামান্য খেলেছেন। তবে, এই দুই ম্যাচে সামান্য কাঁটার মতো বিঁধে আছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর ক্যাচ ফেলে দেওয়া।
ক্যাচ ফেলা দেওয়ার পরমুহূর্তে, তিনি কি ধোনির প্রতিক্রিয়া দেখার জন্য তাঁর দিকে তাকিয়েছিলেন?
সঞ্চালক রবীন্দ্রকে এই প্রশ্ন করতেই ধোনি বাধা দিয়ে বলে ওঠেন, "এখন, দলে কিন্তু নতুন অধিনায়ক"!
তারপর ধোনি আরও বলেন, "মাসল মেমোরি বলে একটা ব্যাপার তো কাজ করেই। সেটা আমি মানি। তবে, আমি সব বিষয়ে অত প্রতিক্রিয়া দিই না। অন্তত, নিজের প্রথম বা দ্বিতীয় ম্যাচ খেলছেন এমন কারও সঙ্গে তো ওটা করিই না"!