দীর্ঘ প্রতীক্ষার পর সুখবর। ভারতের জার্সি গায়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্টে অভিষেক হল বাংলার মুকেশ কুমারের (Mukesh Kumar) । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে জায়গা পাননি মুকেশ, কিন্তু দ্বিতীয় টেস্টে খেলবেন তিনি। চোটের কারণে খেলতে পারবেন না শার্দূল ঠাকুর, আর তাতেই ভাগ্যের শিকে ছিঁড়ল মুকেশের। প্রথম একাদশে সুযোগ দিলেন অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড়। BCCI এর তরফে সুখবর ঘোষণা করে মুকেশকে শুভেচ্ছাও জানানো হয়েছে।
দলের অধিনায়ক রোহিত জানান , "আমাদের দলে একটাই বদল হয়েছে। শার্দূলের হালকা চোট লেগেছে। তাই ও খেলছে না। ওর বদলে মুকেশের অভিষেক হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে মুকেশ খুব ভালো বোলিং করেছে।” রঞ্জি ঘরে তোলার পর থেকেই মুকেশকে নিয়ে আশা বেড়েছিল টিমের। ধারাবাহিকভাবে ভাল খেলায় দল সুযোগ দিতে চাইছে মুকেশকে , জানান অধিনায়ক।