এশিয়ান গেমসে সোনাজয়ী নীরজ চোপড়া বিস্ফোরক অভিযোগ করলেন! তাঁর দাবি, ইচ্ছাকৃত ভাবে প্রথম থ্রো বাতিল করে দেওয়া হয়েছে। চিনের হ্যাংঝাউয়ে চলছে এশিয়ান গেমস। চিনা আধিকারিকদের বিরুদ্ধে এর আগেও ভারতীয় প্রতিযোগীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ উঠেছে। নীরজের কথায় সেই অভিযোগ আরও তীব্র হল।
বুধবার ৮৮.৮৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন নীরজ। কিন্তু তাঁর প্রথম থ্রো বাতিল করা হয়। নীরজ প্রথমবার জ্যাভলিন ছোড়ার পর ১৫ মিনিট হয়ে গেলেও সেই দূরত্ব মাপা হয়নি। ফের থ্রো করতে হয় নীরজকে। ছ'বারের জায়গায় মোট সাতবার থ্রো করতে বাধ্য হন তিনি।
নীরজ বলেন, "কিছু একটা গণ্ডগোল ছিল। আমার থ্রোটা ওরা মাপেনি। কিন্তু এর মধ্যেই পরের জন এসে জ্যাভলিন ছুড়ে দেয়। ফলে আমি কত দূর ছুড়েছি সেই মার্ক হারিয়ে ফেলে ওরা।"
নীরজ জানিয়েছেন, এমন ঘটনা এ বারের এশিয়ান গেমসে অন্য ভারতীয় অ্যাথলিটের সঙ্গেও হয়েছে। কিশোর জেনার দ্বিতীয় থ্রো বাতিল করে দেওয়া হয়।
এর আগে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে জ্যোতি ইয়ারাজির বিরুদ্ধেও পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলেছে ভারত।