গত বছর টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো করে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে জ্যাভেলিনে (Javelin throw) জিতেছিলেন সোনা (Neeraj Chopra won gold)। মঙ্গলবার ফিনল্যান্ডে নিজেই ফিরিয়ে আনলেন সেই স্মৃতি। জ্যাভলিন থ্রোয়ে ফের দেশের মুখ উজ্জ্বল করলেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। তিনি ছাপিয়ে গেলেন নিজেকেই। পাভো লুরমি গেমসে তাঁর হাত ধরেই তৈরি হল নতুন জাতীয় রেকর্ড। ৮৯.৩ মিটার দূরত্ব অতিক্রম করলেন ভারতীয় তারকা (Neeraj Chopra)। অর্থাৎ যে থ্রোয়ের (Javelin throw) জন্য অলিম্পিক্সে (Tokyo Olympics) সোনা পেয়েছিলেন, তার থেকেও বেশি দূরত্ব পার করেছেন। সেই থ্রোয়ের জন্যই রুপো জিতেছেন।
আরও পড়ুন: 'আমি জঙ্গি নই, শিল্পী', ব্যাঙ্কশাল আদালত থেকে বেরিয়ে বললেন রোদ্দুর রায়
গত বছরের ঐতিহাসিক সোনাজয়ের পর এই প্রথম কোনও প্রতিযোগিতামূলক গেমসে নামেন নীরজ (Neeraj Chopra)। অলিম্পিক্সের পর প্রথম থ্রোয়েই ৮৬.৯২ মিটার অতিক্রম করে অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজের জ্যাভেলিন। ফিনল্যান্ডের পাভো নুরমিতে দ্বিতীয় থ্রোয়েই জাতীয় রেকর্ড গড়েন ভারতের তারকা অ্যাথলিট। ৮৯.৩ মিটার ছোড়েন। সেই থ্রোয়ের জন্যই রুপো জেতেন নীরজ। ৮৯.৮৩ মিটার থ্রোয়ের সৌজন্যে সোনা জেতেন স্থানীয় ফেভারিট অলিভার হেলানডার।