বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের নিখাত জারিন (Nikhaat Zareen)। তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত এই প্রতিযোগিতার ৫২ কেজি বিভাগে, থাইল্যান্ডের প্রতিযোগীকে হারালেন তিনি। ৫২ কেজি বিভাগের ফাইনালে সোনা জেতেন তিনি। মেরি কম, সরিতা দেবি, জেনি আর এল এবং লেখা কেসি-র পর পঞ্চম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব নিখাতের।
আরও পড়ুন: শনিবার আইপিএলে ডু অর ডাই ম্যাচ দিল্লি ক্যাপিটালসের, রোহিতদের জয়ের দিকে তাকিয়ে আরসিবি
অভিষেকেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন নিখাত (Nikhaat Zareen won gold)। তেলেঙ্গানার মেয়ে তিনি। ব্রাজিলের মহিলা বক্সারকে উড়িয়ে ফাইনালে উঠেছিলেন ২৫ বছরের ভারতীয় কন্যা। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের জিটপং জুটামাস। চূড়ান্ত লড়াইয়ে নিখাতের সামনে দাঁড়াতেই পারেননি তাঁর প্রতিপক্ষ। ৫-০ ফলে জেতেন নিখাত। ফাইনালে প্রথম রাউন্ড থেকেই তাইল্যান্ডের প্রতিপক্ষের থেকে এগিয়ে ছিলেন জারিন। শেষ পর্যন্ত সোনার পদক নিয়েই রিং ছাড়লেন তিনি।
যুব বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন নিখাত জারিন। এ বার বড়দের বিভাগেও হলেন বিশ্ব চ্যাম্পিয়ন।