ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ভারতীয় বক্সার নিখাত জারিন। মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি বিভাগে সেমিফাইনালে উঠলেন তিনি। কোয়ার্টার ফাইনালে হারালেন থাইল্যান্ডের চুথামাত রাকসাতকে। এই নিয়ে চলতি মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে চারটি মেডেল নিশ্চিত হয়ে গেল ভারতের। বাকি দু’জন হলেন কমনওয়েলথ গেমসের পদকজয়ী নীতু গংঘাস এবং সুইটি বুরা। সেমিফাইনালে নিখাত জারিনের প্রতিপক্ষ কলম্বিয়ার ইগ্রিট ভ্যালেন্সিয়া। রিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভ্যালেন্সিয়া।
নিখাত জারিনের পাশাপাশি পদক নিশ্চিত করেছেন লভলিনা বরগোঁহাইও। ৭৫ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে উড়িয়ে দিয়েছেন মোজাম্বিকের অ্যাডোডিনা রাডিকে। উচ্চতা কাজে লাগিয়ে ৫–০ ব্যবধানে জেতেন লভলিনা।