হেরে গিয়েছেন উইম্বলডনে, তামাম টেনিস প্রেমীদের অনেকেই বলছেন, এ যেন হার নয়, বরং টেনিস দুনিয়ায় নিজের উত্তরাধিকার রেখে যাওয়া। তরুণ কার্লোস আলকারাজের (Carlos Alkaraz) কাছে হেরে গিয়েছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)।তবে শুধু হার নয়, জোকোভিচকে শাস্তিও পেতে হচ্ছে। কোর্টে রাগ দেখানোর কারণে জরিমানা দিতে হচ্ছে সার্বিয়ার খেলোয়াড়কে।
পঞ্চম সেটে একটি শটের রিটার্ন করতে না পেরে হতাশ হয়ে নেটের একটি পোস্টে সজোরে র্যাকেট দিয়ে বেশ কয়েক বার আঘাত করেন জোকোভিচ। র্যাকেটটি ভেঙে যায়। সেই সঙ্গে কাঠের পোস্টটিতেও বেশ কিছু ক্ষত তৈরি হয়। সে কারণেই জরিমানা। ৬,১৫০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ছয় লক্ষ ৬০ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
Rafael Nadal : শিষ্যর জয়ে অভিভূত দ্রোণাচার্য ! আলকারাজকে কী বার্তা দিলেন নাদাল ?
ম্যাচের পরে সাংবাদিক বৈঠকেও তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছে। জোকোভিচ জানিয়েছেন, কোনও আক্ষেপ নেই। শাস্তি পেলে মেনে নিতেই হবে।