ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে হেরেই বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। তবে জকোভিচের শুরুটা হল মসৃণ ভাবেই। প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে জিতে ফরাসি ওপেনে অভিযান শুরু করলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।
মঙ্গলবার রাতের ম্যাচে জকোভিচ হারিয়েছেন পিয়েরে-হিউজেস হারবার্টকে। আড়াই ঘণ্টার ম্যাচের ফলাফল ৬-৪, ৭-৬, ৬-৩। পরের রাউন্ডে স্পেনের রবার্তো কার্বালেস বায়েনার মুখোমুখি তিনি।
প্রথম রাউন্ড পার হলেও জয় সহজে আসেনি ২৪ টি গ্র্যান্ডস্লাম জয়ী জোকোভিচের।