ব্যাডমিন্টনের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তথা অলিম্পিক পদকজয়ী নোজোমি ওকুহারা তাঁর সাম্প্রতিক ভারত সফরের অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান দিল্লি এয়ারপোর্টে কীভাবে তিনি ক্যাব চালকের দ্বারা হেনস্তার শিকার হন। তাঁর থেকে ১০ গুণ বেশি ভাড়া নেওয়া হয়! এছাড়া, ওড়িশা ওপেনে খেলতে এসে সোমবার কটকে নামার পরে তাঁর জন্য কোনও সরকারিভাবে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা রাখা ছিল না বলেও উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন তিনি। তিনি জানান, হোটেলে চেক ইন করার জন্য তাঁকে ৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। ৪ ঘণ্টা অপেক্ষার পরে তবেই হোটেলে ঘর পেয়েছিলেন ওকুহারা। এছাড়া, সকাল আটটার সময় তাঁর প্র্যাকটিসে যাওয়ার জন্যও কোনও যানবাহনের ব্যবস্থা রাখা হয়নি।
এই চূড়ান্ত অব্যবস্থা নিয়ে ওকুহারার তীব্র ক্ষোভপ্রকাশের পর কার্যত ক্ষমা চেয়ে নেওয়া হয় ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সংস্থার সচিব সঞ্জয় মিশ্র এই ঘটনাগুলিকে 'দুর্ভাগ্যজনক' বলে অভিহিত করে জানান, 'ভবিষ্যতে এমন ঘটনা আর কখনও ঘটবে না'।
অন্যদিকে, স্থানীয় উদ্যোক্তাদের পাল্টা অভিযোগ, এই বিশ্ববিখ্যাত জাপানি ব্যাডমিন্টন তারকা কোনও ই-মেলের মাধ্যমে সরকারিভাবে তাঁর যাতায়াত বা প্র্যাকটিস সেশনের সময় ইত্যাদি নিয়ে কিছুই জানাননি। যার ফলে এই 'ভুল বোঝাবুঝি' হয়েছে। তাঁদের কথায়, ওকুহারা আগে থেকে তাঁর যাত্রাপথের ব্যাপারে সম্পূর্ণ তথ্য দিয়ে রাখলে এই 'অপ্রীতিকর ঘটনা' কিছুতেই ঘটত না।
উল্লেখ্য, ওড়িশা ওপেন ব্যাডমিন্টন সুপার ১০০ প্রতিযোগিতা খেলতে ভারতে এসেছিলেন তিনি। হংকং থেকে দিল্লি বিমানবন্দরে নামেন জাপানের ওকুহারা। তার পর থেকেই শুরু হয় সমস্যা।