দিন সাতেক আগেই রোমান আব্রামোভিচ (Roman Abramovich) জানিয়েছিলেন, তিনি চেলসি (Chelsea FC) বিক্রি করে দিতে চান। ক্লাব বিক্রির টাকায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বাসিন্দাদের পাশে দাঁড়ানোর কথাও জানান তিনি। তারপরই এনবিএ-র ফ্র্যাঞ্চাইজি স্যাক্রামেন্টো কিংসের (Sacramento Kings) মালিক প্রবাসী ভারতীয় বিবেক রণদীভে (Vivek Ranadivé) এই বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব কেনার ব্যাপারে আগ্রহ দেখালেন।
আরও পড়ুন: পালিয়েও হল না শেষ রক্ষা, বেলদা রেলস্টেশন থেকে গ্রেফতার অভিযুক্ত
খেলার ম্যাগাজিন স্পোর্টিকো জানাচ্ছে, ৬৪ বছর বয়সী এই প্রবাসী ভারতীয় ধনকুবের (Vivek Ranadivé) ইতিমধ্যেই লন্ডনের ক্লাবটিকে (Chelsea FC) নিলামে কেনার জন্য 'শেষ মুহূর্তের প্রস্তুতি' নিচ্ছেন।
প্রসঙ্গত, চেলসি (Chelsea FC) কিনে নিতে পারলে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে কোনও প্রথমস্তরের ইংলিশ ক্লাবের মালিক হবেন বিবেক রণদীভে (Vivek Ranadivé)।
টেকনেক্রন কর্প, টিবকো সফটওয়্যার এবং বো ক্যাপিটালের কর্ণধার বিবেক রণদীভের জন্ম মুম্বইতে। কলেজজীবনেই পাড়ি দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানকার বিখ্যাত এমআইটি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন।
তবে, নিলামে রণদীভে কড়া প্রতিযোগিতার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।