বিশ্বকাপ সেমিফাইনালে উঠে গিয়েছে তিনটি দল । এখন শেষ চারে টিকে থাকার লড়াইয়ে তিনটে দল । বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ ম্যাচ নিউজিল্যাণ্ডের । শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছেন কিউয়িরা । এই ম্যাচ জিততে পারলে শেষ চারে যাওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকবে নিউজিল্যান্ড । কিন্তু, কিউয়িদের ভাগ্য এখন ঝুলে রয়েছে বেঙ্গালুরুর আবহাওয়ার উপর । ওয়েদার রিপোর্ট বলছে, আজ বেঙ্গালুরুতে বৃষ্টি হতে পারে । উল্লেখ্য, এই বৃষ্টির কারণেই চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ডিএলএস পদ্ধতিতে হারতে হয়েছিল নিউজিল্যাণ্ডে । আজকের ম্যাচেও কি একই ঘটনার পুনরাবৃত্তি হবে ?
অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৯ শতাংশ । দুপুর ৩টে ও সন্ধে ৬টা নাগাদ বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে পারে ।
তিন দল অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান ও নিউজিল্যান্ড ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট তুলেছে। রান রেটের বিচারে এখন চারে কিউয়িরা। পাঁচে পাকিস্তান ও ছয়ে আফগানিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এই দুই দলের খেলার পর শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে পাকিস্তান। নিউজিল্যান্ড ও আফগানিস্তান হারলে সরাসরি চার নম্বরে উঠে আসবে পাকিস্তান। নিউজিল্যান্ড হারলেও, পাকিস্তানকে বড় রান রেট নিয়ে জিততে হবে। না হলে চার নম্বরে জায়গা করে নিতে পারে আফগানিস্তানও।