ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ভারত । রবিবারের ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার করতে চাইছেন বিরাটরা । তবে, এই ম্যাচটা দলের পাশাপাশি রোহিত শর্মার জন্যও বেশ গুরুত্বপূর্ণ । কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে আরও একটা মাইলফলক স্পর্শ করতে চলেছেন তিনি ।
জানা গিয়েছে, সপ্তম ভারতীয় হিসাবে দেশকে ১০০তম আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা । এর আগে ক্রিকেট বিশ্বে এমন কৃতিত্ব রয়েছে ৪৮ জনের । ৪৯তম ক্রিকেটার হিসেবে সেই তালিকায় নাম লেখাবেন হিটম্যানও । উল্লেখ্য, ভারতকে সব থেকে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি । ৩৩২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি ।
ধোনি ও রোহিত ছাড়া ভারতের আরও পাঁচ ক্রিকেটার ১০০তম আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন । দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থানে রয়েছেন যথাক্রমে মহম্মদ আজহারউদ্দিন, বিরাট কোহলি, সৌরভ, কপিল দেব ও রাহুল দ্রাবিড় ।