তীরন্দাজিতে ফের পদক ভারতের ঝুলিতে। এবার পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে সোনা এবং রুপো জয়। এদিন ফাইনালে লড়াইয়ের ময়দানে নামেন দুই ভারতীয়।। পুরুষদের কম্পাউন্ড আর্চারির ফাইনালে অভিষেক ভার্মাকে হারিয়ে সোনা ঘরে তোলেন ওজাস দেওয়াতলে।
Asian Games 2023: ব্যক্তিগত তীরন্দাজির ইভেন্টে সোনা জয় জ্যোতি সুরেখা ভেনামের
ম্যাচের ফলাফল ১৪৯-১৪৭, ওজাসের কাছে হারলেও রুপো আনেন অভিষেক। এদিন সকালে তীরন্দাজিতে মেয়েরা এনেছেন একটি রুপো এবং একটি সোনা।