পটনায় শেষ বিরোধী দলের মেগা বৈঠক। নীতিশ কুমারের বাসভবনে শুক্রবার এই বৈঠকে ছিলেন ১৭টি দলের সদস্য। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে এই বৈঠক। বিজেপি সরকারের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে একজোট হতেই অংশ নেন দেশের সব বিরোধী নেতারা। একমাত্র ছিলেন না বিএসপি নেত্রী মায়াবতী। আগামী বৈঠক হবে সিমলায়।
বৈঠক শেষ হতেই এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন। সকাল ১১টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা ছিল। বিকেল সাড়ে ৩টে পর্যন্ত চলার কথা ছিল মিটিং।
আরও পড়ুন: মমতা-রাহুলের উপস্থিতিতে পাটনায় চলছে জোটের কৌশল বৈঠক
এদিন বৈঠকের পর নীতিশ কুমার বলেন, "সব দলের নেতাই হাজির ছিলেন। বৈঠকে আমরা সম্মতিতে এসেছি। একটি বৈঠকে সব সমাধান হবে না।" বিরোধী দলের আগামী বৈঠক হবে সিমলায়।