সকাল থেকে সন্ধে চিনের এশিয়ান গেমসে পদকের বৃত্ত পূর্ণ করল ভারত। এই এশিয়ান গেমসে প্রথম পদক এল এথলেটিক্স থেকে। পুরুষদের ১০হাজার মিটারে রুপো এবং ব্রোঞ্জ ভারতের। ভারতের হয়ে রুপো জিতেছেন কার্তিক কুমার। ব্রোঞ্জ গুলভীরের। শনিবার এখনও পর্যন্ত ১০টি সোনা সহ ৩৮ পদক ভারতের। এই অবস্থায় মেয়েদের টেবিল টেনিস এবং ছেলেদের ব্যাডমিন্টনের দলগত ইভেন্টে পদক নিশ্চিত করল ভারত।
Asian Games 2023: এশিয়ান গেমসে দেশে ফের সোনার পদক, স্কোয়াশ ফাইনালে পাকিস্তানকে হারাল ভারত
মিক্সড ডাবলসে সোনা জয় রোহন বোপান্না ও রুতুজা ভোসালের। শনিবার দিনের শুরুতেই শুটিং থেকে রুপো জিতেছেন সরবজ্যোত সিং ও দিব্যা। অভয় সিংয়ের হাত ধরে স্কোয়্যাশ ফাইনালে সোনা জয় ভারতের।