একই অলিম্পিকে তৃতীয় পদক। অনন্য রেকর্ড গড়ার সন্ধিক্ষণে ২৫ মিটার পিস্তল ইভেন্টে খেলতে নেমেছিলেন মনু ভাকর। এই ইভেন্টে চেষ্টা করেও পদক জিততে পারলেন না। শেষ করলেন ৪ নম্বরে। ২টি পদক নিয়ে ফিরবেন দেশে। যা স্বাধীনতার পর অলিম্পিকের মঞ্চে ভারতের ইতিহাস। ২২ বছরের অ্যাথলিটকে ধন্যবাদ জানালেন ২০০৮ বেজিং অলিম্পিকের নায়ক অভিনব বিন্দ্রা। জানালেন, তিনি যা অর্জন করেছেন, তাতেই দেশ গর্বিত। অবিশ্বাস্য পারফরম্যান্স।
এক্স হ্যান্ডেলে অভিনব বিন্দ্রা লেখেন, "যা অর্জন করেছ, তাতে গোটা দেশ তোমাকে অভিবাদন করেছে। তৃতীয় অলিম্পিক পদক অবশ্যই বেনজির সাফল্য। কিন্তু প্যারিসে যে উচ্চতায় পৌঁছেছ, তা সত্যিই অনন্য। পরিশ্রম ও অধ্যাবসায় মাধ্যমে নিজেকে এখানে নিয়ে যেতে পেরেছ। মাত্র ২২ বছর বয়স। এখনও অনেক পথ চলা বাকি। এটা শুধু শুরু। প্যারিস অলিম্পিকে ঐতিহাসিক নজির।"
প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ২টি পদক জিতে দেশে ফিরছেন মনু। ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টেও পদক জয়ের দোরগোড়ায় ছিলেন মনু। কিন্তু অল্পের জন্য পদক হাতছাড়া হয় তাঁর। এখনও পর্যন্ত দেশ তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে। আর তিনটি এসেছে শুটিং থেকে। ব্যক্তিগত ইভেন্ট ও মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ এনেছেন মনু ভাকর।