রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। রবিবার থেকে ফের দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদে বসেছেন কুস্তিগিররা। অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি উষা কটাক্ষ করেছেন প্রতিবাদী কুস্তিগিরদের। এবার বজরং পুনিয়া, ভিনেশ ফোগাত, সাক্ষী মালিকদের পাশে দাঁড়ালেন সোনাজয়ী অলিম্পিয়ান নীরজ চোপড়া।
এর আগে কুস্তিগিরদের সমর্থনে অভিনব বিন্দ্রা জানান, তিনি মন থেকে কুস্তিগিরদের প্রতিবাদকে সমর্থন করছেন। শুক্রবার নীরজ চোপড়া জানান, "অ্যাথলিটরা রাস্তায় বসে বিচারের জন্য প্রতিবাদ করছেন। এটা যন্ত্রণাদায়ক।"