২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য ঝাঁপাবে ভারত। বুধবার এমনই জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।
টাইমস অফ ইন্ডিয়াকে অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ইন্ডিয়ান অলিম্পিক অ্য়াসোসিয়েশন (IOA) ২০৩৬ অলিম্পিকের জন্য বিড করবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জানান, জি-২০-এর মতো সম্মেলন যদি ভারত আয়োজন করতে পারে, তা হলে কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে অলিম্পিকও আয়োজন করা যেতে পারে।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের পর বাড়তি ছুটি, জানুয়ারিতে ক্লাবের সঙ্গে যোগ দেবেন মেসি, বুধবার নামছে পিএসজি
২০২৪, ২০২৮, ২০৩২। আগামী তিন বছরের অলিম্পিক ভেন্যু ইতিমধ্যেই তৈরি। ২০২৪ সালে প্যারিসে বসবে অলিম্পিকের আসর। ২০২৮ সালে লস অ্য়াঞ্জেলস ও ২০৩২ সালে ব্রিসবেনে বসবে অলিম্পিকের আসর।