অস্ট্রেলিয়া ওপেনে (Australia Open 2023) নতুন চ্যাম্পিয়ন। মেয়েদের ফাইনালে প্রথম ট্রফি জয় বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কার। কাজাখাস্তানের এলেনা রেবাকিনার বিরুদ্ধে ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে জিতলেন তিনি।
শনিবার মেয়েদের ফাইনালে শেষ সেটে রুদ্ধশ্বাস লড়াই দেখা যায়। স্বপ্নের ফাইনাল ছিল সাবালেঙ্কার। একটি ম্যাচ না হেরে তিনি ফাইনালে উঠেছিলেন। ফাইনালে রেবাকিনার বিরুদ্ধে প্রথম সেটেই হেরে যান তিনি। দ্বিতীয় ও তৃতীয় সেটে দুরন্ত প্রত্যাবর্তন সাবালেঙ্কার।
আরও পড়ুন: স্পিনিং উইকেট নয়, রাঁচিতে ডেথ ওভারই ভুগিয়েছে, হারের কারণ জানালেন অধিনায়ক হার্দিক
২০১৯ অস্ট্রেলিয়া ওপেনে প্রথম দশে ঢোকেন সাবালেঙ্কা। ডাবলসে দ্বিতীয় স্থানাধিকারী ছিল। ২০২১ সালে তিনটি ডব্লিউটিএ খেতাব জয় পান। সিঙ্গলসে বিশ্বের দ্বিতীয় বাছাই ছিলেন। গত বছর ভাল পারফর্ম করেও স্বপ্ন জয় সম্ভব হয়নি। এবার অস্ট্রেলিয়া ওপেনে প্রথম গ্র্যান্ড স্লাম জিতলবেন সাবালেঙ্কা।