অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে কিনওয়েন ঝেংকে হারিয়ে জয়ী হলেন এরিনা সাবালেঙ্কা। এনিয়ে পরপর দুবার ওই পুরস্কার জিতলেন তিনি। গতবার US ওপেনের ফাইনালে উঠলেও জিততে পারেননি। কিন্তু নতুন বছরের শুরু থেকেই একের পর এক পুরস্কার নিজের ঝুলিতে ভরেছেন তিনি।
মেয়েদের টেনিসে দ্বিতীয় স্থানে রয়েছেন সাবালেঙ্কা। এখনও পর্যন্ত তিনি মোট তিনটি গ্রান্ড স্ল্যামের ফাইনালে খেলেছেন। এবং তার মধ্যে দুবার জিতলেন।
এর আগে পরপর দুবার অস্ট্রেলিয়া ওপেন জিতেছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কার। তারপর সেই রেকর্ড করলেন সাবালেঙ্কা। এবং আরও একটি গুরুত্বপূর্ণ রেকর্ড করেছেন তিনি। তা হল এবার অস্ট্রেলিয়ান ওপেনে একটি ম্যাচেও হারেননি তিনি।