এশিয়ান গেমসের মিক্সড ডাবলসে সোনা জয় রোহন বোপান্না ও রুতুজা ভোসালের। এর আগে উইম্বলডনের ফাইনালে উঠে হইচই ফেলে দেন এই জুটি। এবার এশিয়ান গেমসে সাফল্য। শনিবার দেশকে প্রথম সোনার পদক এনে দিলেন তাঁরা।
শনিবার দিনের শুরুতেই শুটিং থেকে রুপো জিতেছেন সরবজ্যোত সিং ও দিব্যা। এবার টেনিসের মিক্সড ডাবলসে সোনা জিতলেন বোপান্না রুতুজা জুটি। এদিন স্ক্যোয়াশ ফাইনালে নামবে ভারত। ওই ম্যাচেও সোনার জন্য ঝাঁপাবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ৯০ মিটারের 'মিথ' ভাঙতে চান, এশিয়ান গেমসে নামার আগে আত্মবিশ্বাসী নীরজ চোপড়া