শুক্রবার একাধিক ইভেন্টে নামছে ভারত। অনেক ইভেন্টে থেকেই সোনা আসতে পারে। ইতিমধ্যেই ৮৬টি পদক জয় হয়ে গিয়েছে। বৃহস্পতিবারই এসে গিয়েছে তিনটি সোনা। শুক্রবার কোন কোন ইভেন্টে নজর থাকবে। দেখে নেওয়া যাক, এক নজরে।
কবাডি
মেয়েদের সেমিফাইনাল
ভারত-নেপাল
ছেলেদের সেমিফাইনাল
ভারত পাকিস্তান
তিরন্দাজ
ক্রিকেট
ভারত-বাংলাদেশ
ব্যাডমিন্টন
ছেলেদের সিঙ্গল সেমিফাইনাল
ছেলেদের ডাবলস সেমিফাইনাল
ব্রিজ
ছেলেদের ফাইনাল
হকি
ছেলেদের ফাইনাল