এশিয়ান গেমসে (Asian Games 2023) ২৯তম সোনা জয় ছেলেদের কবাডি টিমের (Kabaddi Team)। জাকার্তায় ব্যর্থতার পর এবার আর ভুল করেনি টিম। ৩৩-২৯ পয়েন্টে সোনা জিতে নেয় টিম ইন্ডিয়া।
২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়েছিল ইরান। সেই ইরানের বিরুদ্ধে ম্যাচে সোনা জয়ের লক্ষ্য নিয়েই নেমেছিলেন প্লেয়াররা। শনিবার এই ম্যাচে খারাপ রেফারিং, প্লেয়ারদের ক্ষোভ, নিয়ে বিতর্ক তৈরি হয়। সাময়িক সময়ের জন্য ম্যাচ স্থগিতও ঘোষণা করা হয়। এরপরই সোনা জয় ভারতের।
আরও পড়ুন: এশিয়ান গেমসে নাটকীয় সোনা ভারতের, কবাডিতে বিতর্কিত ম্যাচে ইরানের বিরুদ্ধে জয়