ছেলেদের স্কোয়াশ ফাইনালে (Asian Games Squash) ভারত-পাকিস্তানের (India-Pakistan Final) থ্রিলিং ম্যাচ। অভয সিংয়ের হাত ধরে স্কোয়্যাশ ফাইনালে সোনা জয় ভারতের। এদিন ফাইনালে ভারতীয় প্লেয়ার মহেশ মানগাওকরকে প্রথমেই হারিয়ে লিড নেয় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মহম্মদ অসীম খানকে হারান বাংলার সৌরভ ঘোষাল (Sourav Ghoshal)।
শেষ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল দেশের পদক। শেষ পর্যন্ত মাটি কামড়ে লড়াই করে পাকিস্তানকে হারিয়ে সোনা জয় ভারতের। এদিন ম্যাচে ৭-৯ পয়েন্টে পিছিয়ে পরে পরপর চার পয়েন্ট তুলে নেন অভয়। পাকিস্তানি প্রতিপক্ষ নুর জামান পাল্লা দিয়ে লড়াই করেন অভয়ের বিরুদ্ধে। ৬-৬, ৭-৭, ১০-১০ নার্ভের লড়াই চলে এই ম্যাচে। শেষ পর্যন্ত বাজি জিতলেন অভয়ই।
আরও পড়ুন: টেনিসে ইতিহাস বোপান্না-রুতুজা জুটির, এশিয়ান গেমসের মিক্সড ডাবলসে সোনা জয়