এশিয়ান গেমসের ইতিহাসে সবথেকে বেশি পদক জয়ের (Medal Win) নজির। বৃহস্পতিবার ভারত (India Medal Tally) ৩টি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছে। এশিয়ান গেমসে (Asian Games 2023 Medal) পদক সংখ্যা দাঁড়াল ৮৬।
বৃহস্পতিবার প্রথম পদক জেতেন তিরন্দাজরা। মেয়েদের কমপাউন্ড টিম সোনা ছিনিয়ে নেন। দ্বিতীয় সোনা আনেন দীপিকা পাল্লিকল ও হরিন্দর পাল সিং। স্কোয়াশের মিক্সড ডাবলস ইভেন্টে সোনা জেতেন তাঁরা। এদিকে স্কোয়াশের ব্যক্তিগত ইভেন্টে রুপো জয় সৌরভ ঘোষালের। কুস্তিতে ব্রোঞ্জ জেতেন অন্তিম পাঙ্ঘাল।
আরও পড়ুন: উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও রানার্স, তবুও বিশ্বকাপে স্টেডিয়াম ফাঁকা
এদিন ভারতীয় হকিতে চিনের বিরুদ্ধে হারতে হয় ভারতীয় মেয়েদের। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন পিভি সিন্ধুও। তবে ৮৬টি পদক জয় নিঃসন্দেহে ভারতের নজির। ১০০ পদকের লক্ষ্যপূরণ করতে পারে ভারত।