শুক্রবার এশিয়ান গেমসে (Asian Gamwes 2023 Schedule) ফের পদক জয়ের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া (Indian Athlete)। স্কোয়াশ ও টেনিস তারকারা পদক জয়ের লক্ষ্যে নামবে। ইতিমধ্যেই ১৩টি পদক জিতে নিয়েছে ভারত।
স্কোয়াশ: পুরুষ ও মহিলা দল সেমিফাইনাল খেলবে
টেনিস ছেলেদের ডাবলস- সোনার লক্ষ্য নামবে
মিক্সড ডাবলস টিম সেমিফাইনালে নামবে
ব্যাডমিন্টন পুরুষ ও মহিলা দল পদক জয়ের ম্যাচে নামবে
টেবিল টেনিস তারকারাও সিঙ্গলস ও ডাবলসে পদক জয়ের জন্য নামবে
আরও পড়ুন : নেই গো-মাংস, বিশ্বকাপে বাবরদের পাতে কী কী থাকছে, জানা গেল মেনু