খরচ হয় বেশি, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। এই দাবি করেই আসর শুরুর প্রায় তিন বছর আগে কমনওয়েলথ গেমসের দায়িত্ব ছেড়ে দিল অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়া প্রদেশে এবার কমনওয়েলথ গেমস হওয়ার কথা ছিল।
মাত্র ১৪ মাস আগেই এই দায়িত্ব পেয়েছিল অস্ট্রেলিয়া। কমনওয়েলথ গেমস নিয়ে খেলা প্রিয় অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে অবাক অনেকেই। আয়োজক হিসাবে তারা জানিয়েছে, ৬০০ কোটি টাকা খরচ করে এতবড় ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করার ক্ষমতা নেই ভিক্টোরিয়ার।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, ২.৬ কোটির বাজেটে এই ক্রীড়া আসর হবে। কিন্তু পাঁচটি কেন্দ্রে কমনওয়েলথ গেমস আয়োজন করতে গেলে প্রশাসনের খরচ অনেক বাড়বে। স্কুল বা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ খাতের বরাদ্দ থেকে অর্থ নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয় বলেই দাবি করেছে ভিক্টোরিয়া।
তারা জানিয়েছে, এই সিদ্ধান্ত খুব দুর্ভাগ্যজনক। একইসঙ্গে অভিযোগ করা হয়েছে, মাত্র আট ঘণ্টার নোটিসে জানান হল, কমনওয়েলথ গেমস আয়োজন করতে পারবে না ভিক্টোরিয়া। এই বিষয় নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনা করার রাস্তাও খোলা রাখা হয়নি।
আরও পড়ুন : উইম্বলডনে শুধুই হার নয়, সঙ্গে শাস্তিও পেলেন জকোভিচ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একবার থমকে গিয়েছিল কমনওয়েলথ গেমস। তারপর এবার ফের জটের মুখে। কারা দায়িত্ব নেবে ২০২৬ সালে এই গেমসে আয়োজনের। ফের ভোটাভুটির পথে হাঁটবে ফেডারেশন।