মাত্র ২৫ বছর বয়সে অবসর। অস্ট্রেলিয়ার টেনিস তারকা অ্য়াশলে বার্টি (Ashleigh Barty) এমনই এক আশ্চর্য সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সদ্য অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জেতেন তিনি। এদিন সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানান অ্যাশলে।
কেরিয়ারের সেরা ছন্দে আছেন অ্য়াশলে। এই সময় এমন সিদ্ধান্ত নেওয়ায় অবাক টেনিস প্রেমীরা। তবে অ্যাশলে নিজে মনে করছেন, টেনিস তাঁকে যা দিয়েছে তাতে ধন্য। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করে তিনি জানান, এটাই সেরা সময় টেনিস থেকে সরে যাওয়ার। এবার নিজের স্বপ্নের পিছনে দৌড়তে চান।
আরও পড়ুন: জেনে নিন আইপিএলে চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ, কারা হতে পারেন তুরুপের তাস
টেনিস থেকে অবসর নেওয়ার আগে মোট ১৫টি ট্রফি জেতেন অ্যাশলে। ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হন তিনি। ২০২১ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হন। ২০১৯ সালে প্রথম গ্র্যান্ডস্লাম ফরাসি ওপেন জেতেন অ্যাশলে বার্টি।