ভারোত্তোলক ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন লাভপ্রীত সিং। মোট ৩৫৫ কেজি ভারোত্তোলন করেন তিনি। ১৬৩ কেজি স্ন্যাচ ও ১৯২ কেজি ক্লিন ও জার্ক সম্পূর্ণ করেন তিনি।
এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসে ফাইনালে উঠলে ব্যর্থ হয়নি পঞ্জাবের কোনও অ্যাথিলিট। এখনও পর্যন্ত ভারোত্তোলনে ৯টি পদক জিতেছে ভারত। এখনও পর্যন্ত ৩টি সোনা, ৩টি সিলভার ও ৩টি ব্রোঞ্জ জিতেছে ভারত।
আরও পড়ুন: ব্যাডমিন্টন মিক্সড টিম ইভেন্টের ফাইনালে সোনা হাতছাড়া ভারতের, রুপো পেলেন সিন্ধু-শ্রীকান্তরা
এদিকে কানাডাকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল মেয়েদের হকি টিম। বুধবার সন্ধেবেলা কানাডার বিরুদ্ধে নামছে ছেলেদের হকি টিম।