বিলেত আবার সৌরভময়। কমনওয়েলথ গেমসে আরও এক বাঙালির পদক জয়। এবার স্কোয়াশে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতলেন বাংলার সৌরভ ঘোষাল। চার বছর আগে গোল্ডকোস্টে মিক্সড ডবলসে তাঁর পদক থাকলেও, এই প্রথম সিঙ্গলসে কমনওয়েলথ গেমসে পদক জিতলেন সৌরভ। বুধবার তৃতীয় স্থানের লড়াইয়ে ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে কার্যত উড়িয়ে দিলেন এই বঙ্গসন্তান। ম্যাচের ফল ১১-৬, ১১-১ এবং ১১-৪। ফলেই স্পষ্ট বিশ্বের প্রাক্তন এক নম্বরকে কোনও সময় নড়তেই দেননি ৩৫ বছরের ভারতীয় এই স্কোয়াশ তারকা।
এই বছরেই গ্লাসগোয় বিশ্ব স্কোয়াশে মিক্সড ডবলসে ব্রোঞ্জ জিতেছিলেন সৌরভ। দীপিকা পাল্লিকেলের সঙ্গে জুটি বেঁধে এই পদক জিতেছিলেন তিনি। সিঙ্গলসে এতদিন এশিয়ান গেমসেই একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ ছিল সম্পর্কে ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের আত্মীয় বাঙালি এই স্কোয়াশ খেলোয়াড়ের ঝুলিতে। কমনওয়েলথে সেই খরা কাটল বুধবারের বার্মিংহ্য়ামে।
মাত্র কয়েকদিন আগেই ভারোত্তোলনে ভারতকে সোনা এনে দিয়েছিলেন হাওড়ার অচিন্ত্য শিউলি। এবার ভারতের ব্রোঞ্জ জয় কলকাতার সৌরভ ঘোষালের সৌজন্যে। এই মুহূর্তে বিশ্বের ক্রমতালিকায় ১৫ নম্বরে ভারতের এই স্কোয়াশ তারকা। গত কয়েক বছরই এখন চেন্নাইয়ের বাসিন্দা এই বাঙালি। বিয়ে করেছেন তাঁর মিক্সড ডবলস পার্টনার দীপিকা পাল্লিকলের বোন দিয়াকে।