মেয়েদের গ্র্যান্ডস্লামে লম্বা টাইব্রেকারে নজির। অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস তৈরি করলেন অবাছাই অ্যানা ব্লিঙ্কোভা। হারালেন তৃতীয় বাছাই এলিনা রিবাকিনাকে। ৪২ পয়েন্টের টাইব্রেকারে এই ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডে উঠলেন ব্লিঙ্কোভা।
রিবাকিনার বিরুদ্ধে প্রথম সেট জেতেন ব্লিঙ্কোভা। তখনই অঘটনের গন্ধ পাওয়া যায়। দ্বিতীয় সেটেই ফিরে আসেন রিবাকিনা। তৃতীয় সেটে ৪২ পয়েন্টের টাইব্রেকার হয়। আনফোর্সড এররে হারতে হয় রিবাকিনাকে।
এর আগে রোমানিয়ার অ্যান বোগদানকে টাইব্রেকারে ২০-১৮ পয়েন্টের টাইব্রেকার হারান ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কা। এবার অস্ট্রেলিয়ান ওপেনে উইম্বলডনের সেই রেকর্ড ভেঙে গিয়েছে। নতুন ইতিহাস তৈরি হয়েছে।