পদকজয়ী কুস্তিগিরদের প্রতিবাদে (Wrestler Protest) ৩ দিন ধরেই উত্তাল রাজধানী দিল্লি। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) বাড়িতে ফের দেখা করতে যান বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটরা।
শুক্রবার অলিম্পিক কমিটির চেয়ারম্যান পিটি উষাকে (PT Usha) চিঠি পাঠান কুস্তিগিররা। সেই চিঠিতে লেখা হয়, ভিনেশ ফোগাট টোকিও অলিম্পিকে মানসিকভাবে নির্যাতিত হয়েছে। তার জন্য দায়ি ফেডারেশন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। আত্মহত্যাও করতে গিয়েছিলেন বলে জানান ভিনেশ ফোগাট। মোট তিনদফা দাবি তোলেন কুস্তিগিররা। আর্থিক অনিয়মের অভিযোগও তোলা হয়।
আরও পড়ুন: কেন্দ্রের আশ্বাস পেয়ে ধর্না প্রত্যাহার কুস্তিগিরদের, তদন্ত কমিটির ঘোষণা ক্রীড়ামন্ত্রীর
এদিন কুস্তি ফেডারেশন প্রেসিডেন্ট ব্রিজভূষণের সাংবাদিক বৈঠকের কথা কথা থাকলেও তা পরে বাতিল করা হয়। তিনি জানান, তিনি কিছু বললে সুনামি হয়ে যাবে। কোনও দানছত্র করতে আসেননি তিনি। নির্বাচিত হয়ে সভাপতি হয়েছেন। এরপরই তাঁকে ধমক দেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। এমন বেফাঁস মন্তব্য করতে নিষেধ করেন তিনি। পরে তাঁর ছেলে প্রতীক ভূষণ সাংবাদিকদের সামনে আসেন। তিনি জানান, রবিবার সাংবাদিক বৈঠক করবেন ব্রিজভূষণ। তার আগে এই নিয়ে কোনও মন্তব্য করবেন না।