বুধবার অস্ট্রেলিয়া ওপেনে সবচেয়ে বড় বিপর্যয়। ছেলেদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিলেই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট স্পেনের কার্লোস আলকারাজ। এই নক্ষত্রের পতন হল অ্যালেজান্ডার জেরেভের কাছে। পাঁচ সেটের লড়াইয়ে ম্যাচ বার করলেন জেরেভ।
ফেডেরার পরবর্তী টেনিস যুগেই এই আলকারাজকেই নাদাল, জকোভিচের উত্তরসূরি মনে করা হচ্ছিল। গত বছর উইম্বলডন ওপেন জয়ের পর সেই ধারণা আরও মজবুত হয়েছিল। কিন্তু এদিন সেই আলকারাজকে কোনও সময়েই পাওয়া যায়নি।
তৃতীয় সেট জিতলেও চতুর্থ সেটে হেরে যান আলকারাজ়। ৪-৪ গেম পর্যন্ত লড়াই হলেও তার পরেই আলকারাজ়ের সার্ভিস ব্রেক করেন জেরেভ। পরে নিজের সার্ভিস জিতে ম্যাচ জিতে নিলেন জার্মান তারকা।