৭ ঘণ্টা ম্যারাথন বৈঠকের পর ধর্নার সিদ্ধান্ত প্রত্যাহার কুস্তিগিরদের (Wrestler Protest)। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন বজরং পুনিয়া (Bajrang Punia)। কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে আরও একটি কমিটি গঠন কেন্দ্রের। চার সপ্তাহে তদন্ত প্রক্রিয়া শেষ হবে, আশ্বাস কেন্দ্রের।
শুক্রবার মধ্যরাতে বজরং পুনিয়া জানান, প্রতিবাদ শেষ। আর ধর্না করবেন না তাঁরা। তাঁদের নিরাপত্তারও আশ্বাস দিয়েছে কেন্দ্র। তাঁদের আগেও হুমকি দিয়েছিলেন ফেডারেশন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। কমিটি গঠন করার কথা জানিয়েছেন অনুরাগ ঠাকুরও (Sports Ministry)। তবে কেন্দ্রের কমিটিতে কারা থাকবেন, তা এখনও জানা যায়নি। শনিবার সেই কমিটির সদস্যদের নাম ঘোষণা হতে পারে। যাঁরা ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করবেন।
আরও পড়ুন: কেন্দ্রের আশ্বাস পেয়ে ধর্না প্রত্যাহার কুস্তিগিরদের, তদন্ত কমিটির ঘোষণা ক্রীড়ামন্ত্রীর
ক্রীড়ামন্ত্রীর দাবি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফেডারেশন প্রেসিডেন্ট কোনও দায়িত্ব পাবেন না। তদন্তে সাহায্যও করবেন তিনি।