শনিবার ছেলেদের ৭১ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছেন নিশান্ত দেব। আর ভারতীয় বক্সারদের হার মেনে নিতে পারছেন অনেকেই। এই ম্যাচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অলিম্পিকের পদকজয়ী বক্সার বিজেন্দর সিং জানিয়েছেন, মেক্সিকোর মার্কো ভার্দে কোনও ভাবেই এই ম্যাচ জিততে পারেন না। এই মুখ খুলেছেন অভিনেতা রণদীপ হুডাও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, জোচ্চুরি করা হয়েছে ভারতের সঙ্গে।
শনিবার কোয়ার্টার ফাইনালে ১-৪ ব্যবধানে হারতে হয় নিশান্ত দেবকে। এই ম্যাচ জিতলে অলিম্পিকে পদক নিশ্চিত হয়ে যেত ভারতের। প্রথম দুই রাউন্ডে সব বিভাগে ভার্দের থেকে এগিয়ে ছিলেন সুশান্ত। তৃতীয় রাউন্ডেও দারুণ লড়াই হয়েছে। কিন্তু কীভাবে হেরে গেলেন, তা বুঝতেই পারছেন না বিজেন্দর। তিনি অলিম্পিকের পয়েন্ট পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন। লেখেন, "অলিম্পিকে কীভাবে পয়েন্ট দেওয়া হচ্ছে, জানা নেই। দুজনের দারুণ লড়াই হয়েছে। নিশান্ত দুরন্ত লড়াই করেছেন।"
নিশান্তের হারের পর সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন রণদীপ হুডাও। তিনি লেখেন, ম্যাচটা নিশান্তই জিতেছে। পয়েন্ট দেওয়ার পপদ্ধতিটা কী! ওর পদক ছিনিয়ে নেওয়া হল। নিশান্ত মন জিতে নিয়েছে। ফলাফলটা হতাশার। এখনও অনেক পথচলা বাকি আছে।"
ভারতীয় বক্সিং দলের সদস্যরাও এই হার মানতে পারেননি। রেফারি বা আম্পায়ারদের উপরেও ক্ষুব্ধ তাঁরা।