দাবা বিশ্বকাপের ফাইনালে ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) দুবার রুখে দিয়েছিলেন। শেষ পর্যন্ত হারলেও প্রজ্ঞানন্দের (R Pragyanandha) এই লড়াই মন ছুঁয়ে গিয়েছিল। চেন্নাই বিমানবন্দরে ফেরার পর অভ্যর্থনায় ভাসলেন ভারতের নতুন দাবাড়ু প্রজ্ঞানন্দ। ফুলের মুকুটে অভ্যর্থনা জানানো হয় তাঁকে। বিমানবন্দরে দক্ষিণী ঘরানার নৃত্য পরিবেশন করে স্বাগত জানানো হয় তাঁকে।
বুধবার চেন্নাইয়ে পৌঁছন প্রজ্ঞানন্দ। ১৮ বছরের এই দাবাড়ুকে অভ্যর্থনা জানাতে আগে থেকেই বিমানবন্দরে ভিড় তৈরি হয়। ভিড় সামলাতে নিরাপত্তারক্ষীদেরও মোতায়েন করতে হয়। তার মাঝেই প্রজ্ঞাকে বরণ করে নেওয়া হয় ফুলের মুকুটে। ফুলের তোড়া, শাল পরিয়ে অভ্যর্থনা জানায় চেন্নাইয়ের এক দাবা সংস্থা।
আরও পড়ুন: এশিয়া কাপ খেলতে কলোম্বো পৌঁছে গেল টিম ইন্ডিয়া, দলে নেই রাহুল
প্রজ্ঞানন্দ নিজেও বেশ অবাক এই অভ্যর্থনা দেখে। ভিড়ের মাঝে কোনও রকম সাংবাদিকদের তিনি বলেন, এই অভ্যর্থনা পেয়ে তিনি খুশি। আগামী দিনে দেশের হয়ে আরও পদক জিততে চান। জানিয়েছেন প্রজ্ঞানন্দয।
বিশ্বনাথন আনন্দের পরে দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে ফাইনাল খেলেন প্রজ্ঞানন্দ। ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনের বিরুদ্ধে হারতে হয় তাঁকে।